সকাল সকাল বিএনপির মানববন্ধন, তবু ব্যানার কেড়ে নিল পুলিশ
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন করেছে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় মানববন্ধনের ব্যানার কেড়ে নেয় পুলিশ। ধাওয়া দিয়ে আটক করে যুবদলের দুই কর্মীকে।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার সকাল ৮টার দিকে বান্দরবানে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা শহরের হকহিল টাওয়ারের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে অংশ নেন জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং, সাধারণ সম্পাদক জাবেদ রেজা, যুবদলনেতা আবিদুর রহমান, সেলিম রেজা, কলেজ ছাত্রদলের সভাপতি ওমর বিন মোরশেদসহ নেতাকর্মীরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে বিএনপি নেতাকর্মীদের কাছ থেকে ব্যানার কেড়ে নেয়। পুলিশের ধাওয়া খেয়ে ছত্রভঙ্গ হয়ে যায় নেতাকর্মীরা। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে যুবদলের দুজন কর্মীকে আটক করে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা অভিযোগ করে বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাধা দিয়ে ব্যানার কেড়ে নিয়েছে। যুবদলের দুজনকে কর্মীকে ঘটনাস্থল থেকে আটক করেছে। এ ছাড়া জেলার সাত উপজেলা থেকে বিএনপির ১৮ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। বিএনপিসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) অজয় দেব শীল জানান, রায়ের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিএনপি মানববন্ধন কর্মসূচি করতে চেয়েছিল। অনুমতি না থাকায় তাদের ব্যানার কেড়ে নিয়ে মানবন্ধন করতে দেওয়া হয়নি।