প্রকল্পগুলো দুর্নীতির প্রতীক : আনু মুহাম্মদ
যেসব বিদ্যুৎকেন্দ্র নির্মাণকে সরকার সাফল্য হিসেবে দেখাচ্ছে তা ইতিহাসের পাতায় কলঙ্ক হয়ে থাকবে বলে অভিযোগ করেছেন তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি বলেছেন, ‘এসব প্রকল্প হচ্ছে দুর্নীতির একটি প্রতীক।’
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে 'সুন্দরবন বিনাশী রামপাল প্রকল্প বাতিল, জাতীয় কমিটির বিকল্প প্রস্তাবনা বাস্তবায়ন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি'তে আয়োজিত মিছিল ও সমাবেশে এসব কথা বলেন আনু মুহাম্মদ।
অর্থনীতির এ অধ্যাপক বলেন, ‘যেগুলোকে সরকার সাফল্য হিসাবে দেখাচ্ছে এ প্রকল্পগুলো সরকারের এক একটি কলঙ্ক হিসেবে ইতিহাসে লিখিত থাকবে। কারণ এসব প্রকল্প হচ্ছে দুর্নীতির একটি প্রতীক। এসব প্রকল্প হচ্ছে অনিয়মের প্রতীক। এসব প্রকল্প হচ্ছে নিপীড়নের একটি প্রতীক। এসব বিদ্যুৎ প্রকল্প যদি সত্যিই উন্নয়নের চালিকাশক্তি হতো তাহলে রামপাল বিষয়ে কোনো কথা বলা যাবে না- এ রকম একটি পরিস্থিতি সরকারকে তৈরি করতে হতো না।’
দায়মুক্তি আইনের মাধ্যমে সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাত ধীরে ধীরে বেসরকারীকরণ করে ফেলছে বলেও দাবি করেন আনু মুহাম্মদ। এলএনজি ও আমদানিনির্ভর কয়লার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে সামনের দিনে বিদ্যুতের দাম সরকার আরো বাড়ানোর চেষ্টা করবে বলেও মনে করেন তিনি। এই পরিস্থিতি থেকে উত্তোরণে জাতীয় কমিটির দেওয়া বিকল্প প্রস্তাবনা বাস্তবায়নের দাবি করেন তিনি।