কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জাকির হোসেন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার জগতি বিআইডিসি রেলবাজারের পাশে একটি বাগানে এ ঘটনা ঘটে।
জাকির মিরপুর উপজেলার আহম্মদপুর গ্রামের রাজ্জাক ড্রাইভারের ছেলে। তাঁর সঙ্গে বন্দুকযুদ্ধে পাঁচ সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। বন্দুকযুদ্ধের পর একটি দেশি বন্দুক, দুটি ধারালো হাঁসুয়া ও তিনটি গুলি উদ্ধার করা হয়েছে বলেও দাবি করা হয়েছে।
কুষ্টিয়ার গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির উল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, একটি সন্ত্রাসী দল নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে জগতি বিআইডিসি বাজারের পাশে বন বিভাগের বাগানে গোপন বৈঠক করছে। এর ভিত্তিতে ডিবির একটি দল সেখানে পৌঁছালে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। আধা ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন জাকির হোসেন। এ সময় অন্যরা পালিয়ে যায়।
সাব্বির জানান, জাকিরের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় বন্দুকযুদ্ধে পুলিশ সদস্য উজ্জ্বল হোসেন, কনক রেজা, সরোয়ার হোসেন, আনিসুর রহমান ও সুজন আহত হন। তাঁরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তিনি আরো জানান, জাকির যুবলীগকর্মী সবুজ হত্যা মামলা ছাড়াও জাসদ নেতা পাঞ্জের হত্যা মামলার আসামি। তিনি সন্ত্রাসী দুলাল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড।