জঙ্গি অর্থায়ন : তিন আইনজীবী রিমান্ডে
জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডের অর্থ জোগানোর অভিযোগে সুপ্রিম কোর্টের তিন আইনজীবীকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার বিকেলে চট্টগ্রামের বাঁশখালী বিচারিক হাকিমের আদালতের বিচারক সাজ্জাদ হোসেন তাঁদের রিমান্ড মঞ্জুর করেন। এঁরা হলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ব্যারিস্টার শাকিলা ফারজানা, অ্যাডভোকেট মো. হাসানুজ্জামান লিটন ও অ্যাডভোকেট মাহফুজ চৌধুরী বাপন।
র্যাপিট অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ৭-এর সহকারী পরিচালক সোহেল মাহমুদ এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তিন আইনজীবীকে আদালতে হাজির করে সন্ত্রাস দমন আইন, ২০০৯-এর আওতায় প্রত্যেকের সাতদিন করে রিমান্ডের আবেদন করা হয়। আদালত তাঁদের চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
র্যাব জানায়, গতকাল মঙ্গলবার রাতে ঢাকার ধানমণ্ডির একটি বাসা থেকে ব্যারিস্টার ফারজানাকে এবং আইনজীবী মো. হাসানুজ্জামান লিটন ও মাহফুজ চৌধুরী বাপনকে ধানমণ্ডির চেম্বার থেকে আটক করা হয়।
পরে আজ বুধবার দুপুরে চট্টগ্রামের পতেঙ্গায় র্যাব ৭-এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আটককৃতদের জঙ্গি অর্থায়নের বিষয়টি তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে র্যাব ৭-এর পরিচালক কর্নেল মিফতাহ উদ্দিন আহমদ জানান, বাংলাদেশ ব্যাংকের একটি শাখা রয়েছে যারা বিভিন্ন অর্থ কোথায়, কীভাবে লেনদেন হচ্ছে এ বিষয়টিকে নিয়ে কাজ করে। তাদের কাছ থেকে তথ্য নিয়ে তদন্ত করে আদালতের নির্দেশনা নিয়ে অর্থ জোগানদাতাদের চিহ্নিত করা হয়েছে। জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডের জন্য এক কোটি ৩৮ লাখ টাকার মধ্যে ব্যারিস্টার ফারজানা শাকিল ৫২ লাখ টাকা এবং অন্য দুই আইনজীবী ৫৬ লাখ টাকা লেনদেন করেছেন। এর সঙ্গে দুবাইয়ের নাগরিক আল্লামা লিবদি নামে এক ব্যক্তিও জড়িত থাকার বিষয় জানতে পেরেছেন বলে দাবি করেন র্যাব পরিচালক।