নাশকতার মামলা : শিমুল বিশ্বাস ফের রিমান্ডে
রাজধানীর রমনা থানার নাশকতার নতুন আরেকটি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসকে আবার পাঁচদিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার এ আদেশ দেন।
ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান এনটিভি অনলাইনকে জানান, আজ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে শিমুল বিশ্বাসকে পাঁচদিনের রিমান্ড শেষে নতুন করে রমনা থানার আরেকটি মামলায় ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক পাঁচদিনের রিমান্ড দেন।
এর আগে গত ৯ ফেব্রুয়ারি শাহবাগ থানার নাশকতার মামলায় পাঁচদিন ও ১৫ ফেব্রুয়ারি রমনা থানার নাশকতার মামলায় পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গত ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার সময় ঢাকার পাঁচ নং বিশেষ আদালত প্রাঙ্গণ থেকে শিমুল বিশ্বাসকে আটক করা হয়।