বিএম কলেজের সাবেক অধ্যক্ষ ও ছাত্রদল নেতার জেল

অর্থ আত্মসাতের দায়ে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের সাবেক অধ্যক্ষ ও কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদককে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন।
দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন বিএম কলেজের সাবেক অধ্যক্ষ নূরুল আনোয়ার ও ছাত্রদল নেতা কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) আবু জাফর সিকদার।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএম কলেজের ছাত্র সংসদ (বাকসু) ভবনের সংস্কারের লক্ষ্যে ২০০২ সালের ১০ সেপ্টেম্বর ও ৫ অক্টোবর পৃথকভাবে দুটি খাতে চেকের মাধ্যমে এক লাখ করে মোট দুই লাখ টাকা উত্তোলন করা হয়।
মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আবুল হাসান সরেজমিনে ওই সংস্কারের অনুকূলে ১২ হাজার ১৫১ টাকার কাজ করার সন্ধান পায়। বাকি এক লাখ ৭৮ হাজার ৮৯৯ টাকা আত্মসাতের অভিযোগ উঠে। এ ঘটনায় তিনি বাদী হয়ে ২০০৯ সালের ৩১ মার্চ আদালতে একটি মামলা করেন। কমিশনের অপর সহকারী পরিচালক মো. ওয়াজেদ আলী গাজী ২০১২ সালের ২৩ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
১১ জন স্বাক্ষীর মধ্যে ছয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ বুধবার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক ছাত্রদল নেতা আবু জাফর সিকদারকে দুই বছরের সশ্রম কারাদণ্ডাদেশ এবং দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অধ্যক্ষ নূরুল আনোয়ারকে পৃথক ধারায় দুই বছর করে চার বছরের সশ্রম কারাদণ্ডাদেশ ও দুই লাখ টাকা করে চার লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাস করে মোট এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।