সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেন কারাগারে

মানি লন্ডারিংয়ের মামলায় গ্রেপ্তার সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম এই আদেশ দেন।
এর আগে, মঙ্গলবার ঢাকার সি এম এম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইমের উপপরিদর্শক (এস আই) মো. ছায়েদুর রহমান আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
এ বিষয়ে সিআইডির মিডিয়া সেলের প্রধান বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন এনটিভি অনলাইনকে বলেন, ইমরান হোসেনের বিরুদ্ধে সরকারি জায়গা দখল করে খামার তৈরি ও শুল্ক ফাঁকি দিয়ে বিদেশ থেকে পশু আনার অভিযোগ হয়েছে।
১৫ লাখ টাকার ছাগলকাণ্ড ও উচ্চবংশীয় গরু নিয়ে আলোচিত সাদিক অ্যাগ্রো। খাল ও সড়কের জায়গা দখল করে রাজধানীর মোহাম্মদপুরের অবৈধভাবে নির্মিত এই অ্যাগ্রো ফার্মে গত বছরের ২৭ জুন উচ্ছেদ অভিযান চালায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
১৩৩ কোটি টাকা পাচারের অভিযোগে ইমরান হোসেন ছাড়াও তৌহিদুল আলম জেনিথ ও অভিযুক্ত প্রতিষ্ঠান সাদিক অ্যাগ্রোর বিরুদ্ধে মামলা করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সরকারি বিধি অমান্য করে অনুমোদনহীন ব্রাহমা জাতের গরু আমদানি, ভুটান ও নেপাল থেকে চোরাচালানের মাধ্যমে আনা ছোট আকৃতির ভুট্টি গরু বাংলাদেশে এনে বিক্রির অভিযোগ পাওয়া গেছে।