সুব্রত বাইনের মেয়ে আটক
সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে মোহাম্মদ ফতেহ আলীর মেয়েকে আটক করেছে র্যাব। আটক করার পর তাকে ঢাকার গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের সামনে থেকে সুব্রত বাইনের মেয়ে সাবিনা ইয়াছমিন বিথিকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১-এর অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।
র্যাব-১১ সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাবিনা ইয়াছমিন বিথিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, অপরাধ চক্রের আর্থিক লেনদেন, যোগাযোগ নেটওয়ার্ক এবং পলাতক সহযোগীদের সহায়তায় তার কোনো সম্পৃক্ততা রয়েছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে।
শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে মোহাম্মদ ফতেহ আলী (৬১) বরিশাল জেলার আগৈলঝড়া থানার জুবারপাড়া এলাকার বাসিন্দা।
কারা সূত্রে জানা যায়, নিরাপত্তা ও প্রশাসনিক কারণে গত ৫ ডিসেম্বর দুপুরে তাকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। ২০০১ সালে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ২৩ জন শীর্ষ সন্ত্রাসীর তালিকায় সুব্রত বাইন অন্যতম ছিলেন।

মাহফুজ নান্টু, কুমিল্লা