গণপরিবহনে যাত্রী বহনের দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন
গণপরিবহনে যাত্রী বহনের দাবিতে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর বাসস্ট্যান্ডে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও অভিভাবকরা।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনটি বাসস্ট্যান্ড থেকে মহাসড়ক পর্যন্ত বিস্তৃত হয়। এতে ঢাকা-মাওয়া মহাসড়কে ১০ কিলোমিটার অংশে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশের মধ্যস্থতায় মহাসড়ক থেকে চলে যায় মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
খোঁজ নিয়ে জানা যায়, ব্যাটারিচালিত ও সিএনজিচালিত অটোরিকশা মহাসড়কে চলাচল বন্ধ হওয়ায় স্বল্প দূরত্বের যাত্রীরা পড়েছে বিপাকে। বিশেষ করে ঝামেলায় পড়েছে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। যাত্রীবাহী বাসগুলো স্টপেজে না থামায় গন্তব্যে যেতে তাদের দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে মুন্সীগঞ্জের সহকারী পুলিশ সুপার (এএসপি) শামসুজ্জামান জানান, ‘সত্যই মহাসড়কে গণপরিবহন সংকট রয়েছে। গণপরিবহনে যাত্রী বহনের ব্যাপারে মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা হয়েছে। পরিবহন মালিকদের সঙ্গেও কথা হয়েছে। বিআরটিসির দোতলা বাসগুলো ঢাকা-মাওয়া মহাসড়কে চলাচল করছে। তবে প্রয়োজনের তুলনায় কম।’
শ্রীনগর থানার সেকেন্ড অফিসার মো. মাসুদ রহমান খান জানান, ‘সকাল থেকে বিভিন্ন স্কুলশিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী গিয়ে জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করে। পরে আমরা তাদের বুঝিয়ে অবরোধ তুলে নিই। আমরা বাসমালিক সমিতির সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেব।’