চট্টগ্রামে পরিবহন ধর্মঘট স্থগিত
প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামে অনির্দিষ্টকালের জন্য ডাকা সড়ক পরিবহন ধর্মঘট আজ শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত স্থগিত করেছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আন্তজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহসভাপতি হাজি রুহুল আমিন এ খবর নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল ইসলামকে অপহরণের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় বৃহত্তর চট্টগ্রামে অনির্দিষ্টকালের জন্য এ পরিবহন ধর্মঘটের ডাক দেয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
হাজি রুহুল আমিন জানান, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট স্থগিত করা হয়েছে। তবে শুক্রবার বিকেল ৪টার মধ্যে নুরুল ইসলামকে অক্ষত অবস্থায় ফিরে পাওয়া না গেলে শহীদ মিনার চত্বরে সমাবেশ করে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান তিনি।
এর আগে নগরীর বিআরটিসি মার্কেটের কাছে দলীয় কার্যালয়ে ধর্মঘটের এ সিদ্ধান্ত নেওয়া হয়। আন্তজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজি রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিটি সড়ক পরিবহন মালিক সমিতির আহ্বায়ক মো. নুরুল আলম চৌধুরী, শ্রমিক ফেডারেশন নেতা মো. মুসা ও আবদুর রহিম বক্তব্য রাখেন।