সিরাজগঞ্জে অস্ত্র কেনাবেচায় জড়িত অভিযোগে আটক ১
সিরাজগঞ্জে অস্ত্র কেনাবেচার অভিযোগে সুলতান শেখ সেলিম (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে উল্লাপাড়া উপজেলার বড়পাঙ্গাসী এলাকায় অভিযান চালিয়ে র্যাব-১২ আটক করে তাঁকে।
এ সময় সুলতান শেখের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও চারটি গুলি উদ্ধার করা হয় বলে দাবি করে র্যাব।
সুলতান শেখ সেলিম ওরফে নবী শেখ উপজেলার বড়পাঙ্গাসী গ্রামের বাসিন্দা।
র্যাব-১২-এর সিরাজগঞ্জ ক্যাম্পের কমান্ডার এএসপি হাসিবুল আলম জানান, সেলিম দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ জেলাসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল বৃহস্পতিবার রাতে বড়পাঙ্গাসী এলাকায় অভিযান চালায়। অভিযানে অস্ত্র ব্যবসায়ী সুলতান শেখ সেলিম ওরফে নবী শেখের কাছে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও চারটি গুলি পাওয়া যায়। আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে অস্ত্রসহ তাঁকে উল্লাপাড়া থানায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে উল্লাপাড়া থানায় মামলা করা হয়েছে বলেও জানান ক্যাম্প কমান্ডার।