হোস্টেল থেকে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের মহিলা হোস্টেল থেকে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ছাত্রীর নাম চৈতী (১৯)।
চৈতী অনার্স বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তবে এটা হত্যা নাকি আত্মহত্যা তা জানতে তদন্ত করছে পুলিশ।
মাগুরা সদর থানা পুলিশের তদন্তকারী উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম জানান, সরকারি কলেজের মহিলা হোস্টেলের চতুর্থ তলায় ৪০১ নম্বর রুমের ছাত্রী চৈতি ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়েছে। এ সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে হোস্টেল রুমের দরজা ভেঙে চৈতীর মরদেহ উদ্ধার করেন তাঁরা।
হোস্টেল সুপার সহকারী অধ্যাপক উম্মে কুলসুম নাসরীন বলেন, চৈতীর আচারণ বেশ কয়েক দিন ধরেই অস্বাভাবিক ছিলো। তবে চৈতী কেন এমন ঘটনা ঘটিয়েছে তা ধারণা করতে পারছেন না কেউ।
এ ঘটনায় সদর থানায় একটি মামলা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এসআই শফিকুল।
নিহত চৌতি মাগুরা শ্রীপুর উপজেলার চৌগাছি গ্রামের বাসিন্দা।