পঞ্চগড়ের প্রবীণ সাংবাদিক কাওছার আলী আর নেই
পঞ্চগড়ের প্রবীণ সাংবাদিক ও পঞ্চগড় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মুক্তিযোদ্ধা কাওছার আলী আর নেই। আজ বুধবার সকালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।
কাওছার আলী ছিলেন দৈনিক ইত্তেফাকের পঞ্চগড় সংবাদদাতা ও পঞ্চগড় জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কার্যকরী সদস্য। বিকেলে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পঞ্চগড় কেন্দ্রীয় গোরস্থানে তাঁকে দাফন করা হয়।
কাওছার আলীর পরিবারের সদস্যরা জানান, সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় দ্রুত তাঁকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণ পরেই তিনি মারা যান।
কাওছার আলী মুক্তিযুদ্ধে ৬ নম্বর সেক্টরের অধীনে সম্মুখযুদ্ধে অংশ নেন। যুদ্ধে তিনি আহতও হন।
১৯৮৩ সালে কাওছার আলী দৈনিক ইত্তেফাকে কাজ শুরু করেন। প্রথমে পঞ্চগড় মহকুমা সংবাদদাতা এবং মৃত্যুর আগ পর্যন্ত জেলা সংবাদদাতা হিসেবে কাজ করেন।
কাওছার আলীর মৃত্যুতে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মো. নাজমুল হক প্রধান, পৌরসভার মেয়র মো. তৌহিদুল ইসলাম, পঞ্চগড় জেলা কমান্ডার মির্জা আবুল কালাম দুলাল, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত, পঞ্চগড় প্রেসক্লাব, পঞ্চগড় জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।