দুই বাসের সংঘর্ষ, চালকসহ নিহত ৩
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ক্যানালঘাট এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে বাস দুটির চালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩৪ জন।
আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দৌলতদিয়া-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত তিনজন হলেন বাসচালক মো. জাকির ও আবু সামা এবং মানিকগঞ্জের পান ব্যবসায়ী আবদুর রহিম।
আহত ব্যক্তিদের মধ্যে ১২ জনকে ফরিদপুর মেডিকেল কলেজে, ১৩ জনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি নয়জন বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বিভিন্ন গন্তব্যে গেছেন।
রাজবাড়ী সার্কেলের সহকারী উপপরিদর্শক (এএসপি) রবিউল ইসলাম জানান, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষ ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নূরুল ইসলাম মণ্ডল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত তিনজনের লাশ উদ্ধার করে গোয়ালন্দ থানায় রাখা হয়েছে।