সন্ধ্যায় নিখোঁজ পোলট্রি খামারির লাশ মিলল সকালে

মাগুরা সদর উপজেলার চন্দনপ্রতাপ গ্রামের ঈদগাহ মাঠের পাশ থেকে মশিউর রহমান শিপন (২৫) নামের এক পোলট্রি খামারির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শিপন পাশের হাজিপুর গ্রামের আশরাফ হোসেন বরুনের ছেলে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব জানান, আজ বুধবার সকালে গ্রামের বাইরের দিকে ঈদগাঁ পাশের একটি বেগুন ক্ষেতের পাশে শিপনের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সদর থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
নিহত শিপনের গলায় রক্তাক্ত জখম রয়েছে। কে বা কারা তাঁকে হত্যা করে ফেলে গেছে তা তদন্ত করে বের করা হবে। ঘটনাস্থলের কাছ থেকে শিপনের ব্যবহৃত একটি লাল রঙের মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
শিপন গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকেই নিখোঁজ ছিলেন বলে জানান তাঁর চাচা।
এলাকাবাসী জানায়, গতকাল সন্ধ্যার পর পাঁচটি মোটরসাইকেলে করে মাঠের দিকে কিছু অপরিচিত যুবককে যেতে দেখা যায়। এর আগেও ওই এলাকায় লাশ পাওয়া গেছে। সন্ধ্যার পর বিভিন্ন গ্রামের যুবকরা ওই এলাকায় নিয়মিত নেশার আড্ডা বসায়।
ময়নাতদন্তের জন্য লাশ মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে তদন্ত চলছে। মামলা প্রক্রিয়াধীন।