পদ্মা সেতু প্রকল্পের ২৩ শতাংশ কাজ শেষ হয়েছে : সেতুমন্ত্রী
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু প্রকল্প নিয়ে এখন আর সন্দেহের কোনো অবকাশ নেই। প্রকল্পের কাজ এরই মধ্যে ২৩ শতাংশ শেষ হয়েছে। এতে প্রমাণ হয়েছে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করা সম্ভব।
আজ রোববার বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পুরোনো মাওয়া ফেরিঘাট এলাকায় পদ্মা সেতু প্রকল্প স্থান পরিদর্শন করতে এসে এ কথা বলেন মন্ত্রী।
সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতু প্রকল্পের কাজ শিডিউল অনুযায়ী দ্রুত এগিয়ে চলেছে। এই প্রকল্প বাস্তবায়ন সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। সরকার পদ্মা সেতু প্রকল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। প্রধানমন্ত্রী নিজেই সব সময় পদ্মা সেতুর কাজের অগ্রগতির খোঁজ-খবর নিচ্ছেন বলে জানান তিনি।
এ সময় ওবায়দুল কাদের সাংবাদিকদের উদ্দেশে বলেন, সমালোচনা করার অধিকার সংবাদকর্মীদের রয়েছে। তবে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে, তথ্য যাচাই-বাছাই করে সঠিক তথ্য দিয়ে পদ্মা সেতু সংক্রান্ত সংবাদ পরিবেশন করার জন্য সাংবাদিকদের অনুরোধ করেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতুর পরীক্ষামূলক পাইলিং স্থাপনের কারণে পদ্মার নৌপথে নাব্যতা সংকট দেখা দিয়েছে বিষয়টি সত্য নয়।
এ সময় মন্ত্রীর সঙ্গে স্থানীয় সড়ক ও জনপথ, পদ্মা সেতু প্রকল্প ও সেতু বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।