চট্টগ্রামে মিনিবাসে পেট্রলবোমা নিক্ষেপ, দগ্ধ ৪, আহত ৫

চট্টগ্রামের টাইগারপাস এলাকায় একটি মিনিবাসে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে দ্রুতগামী মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেই উল্টে পড়ে। এ ঘটনায় চারজন দগ্ধ এবং পাঁচজন আহত হয়েছেন।
স্থানীয় পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ইপিজেডগামী একটি মিনিবাসে দুর্বৃত্তরা পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে বাসটিতে আগুন ধরে যায়। ঘটনার আকস্মিকতায় চালক নিয়ন্ত্রণ হারান। মিনিবাসটি রাস্তার পাশে পড়ে। এ ঘটনায় দগ্ধ ও আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, মিনিবাসের যাত্রী সুবাশ সোম (৬৫), মোহাম্মদ সোহেল (২৫), রুপন দেবনাথ (২৫) ও নূর মোহাম্মদ (৩০) দগ্ধ হয়েছেন। এদের মধ্যে সুবাশ সোমের অবস্থা গুরুতর। আহত হওয়া বাসের যাত্রী মোহাম্মদ আলী (৩০) ও মো. নাসিরকে (৩০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অপর যাত্রীদের ঘটনাস্থলের নিকটবর্তী বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।