মতিঝিলে তরঙ্গ ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মতিঝিল বাণিজ্যিক এলাকার তরঙ্গ ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় আধাঘণ্টা চেষ্টার পর রাত একটার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ভবনটির দুটি তলায় ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত ১২টার দিকে মতিঝিলে তরঙ্গ ভবনের দুটি তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে আসে। প্রায় আধঘণ্টার মতো চেষ্টার পর তাঁরা আগুন নিয়ন্তণে আনেন।
জানা গেছে, আগুন ছড়িয়ে পড়া তরঙ্গ ভবনের দুটি তলায় বাংলাদেশ কমার্স ব্যাংকের প্রধান শাখা ও ন্যাশনাল ব্যাংকের বৈদেশিক বাণিজ্যিক শাখা অবস্থিত।
প্রাথমিকভাবে জানা গেছে, দুটি ব্যাংক ও ভবনের যথেষ্ট ক্ষতি হয়েছে। তবে, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।