শিমুলিয়াঘাটে ফেরি বন্ধ পাঁচ দিন
পদ্মা নদীর নাব্যতা সংকটের কারণে শিমুলিয়া-কাওরাকান্দি রুটে নৌযান চলাচল পঞ্চম দিনেও স্বাভাবিক হয়নি। মুন্সীগঞ্জের লৌহজং টার্নিং পয়েন্টে নদীর পানির গভীরতা কমে যাওয়ায় এই নৌরুটে ফেরি চলা কার্যত বন্ধ হয়ে গেছে। আর এ কারণে ঘাট এলাকায় পাঁচ শতাধিক ছোট-বড় যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।
urgentPhoto
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক গিয়াস উদ্দিন জানান, কার্যত ফেরি চলাচল বন্ধ। গতকাল রোববার রাত ৮টা থেকে আজ সোমবার সকাল পর্যন্ত ক্যামেলিয়া নামে মাত্র একটি ফেরি চলেছে। পানির গভীরতা পাঁচ ফুটের নিচে। আরো দ্রুত ড্রেজিং করা প্রয়োজন।
বিআইডব্লিউটিএ শিমুলিয়াঘাটের উপপরিচালক এস এম আজগর আলী বলেন, ‘ড্রেজিং চলছে। মূল নদীতে প্রচণ্ড স্রোত, তাই ড্রেজারগুলো ভালোভাবে কাটিং করতে পারছে না।’
মাওয়া নৌফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ইউনুস বলেন, ‘আমরা এই রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দিয়েছি। আরিচাঘাট দিয়ে যেতে বলছি।’
গতকাল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, নদীতে ফেরি চলাচল স্বাভাবিক রাখার করণীয় নিয়ে বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, নৌ মন্ত্রণালয় ও পদ্মা সেতু প্রকল্প কর্তৃপক্ষের মধ্যে বৈঠক হবে। আজ মাওয়াঘাটে অনুষ্ঠেয় বৈঠকে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।