গোয়ালন্দে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
রাজবাড়ীর গোয়ালন্দ বাজার রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে ফারুক মোল্লা (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত ফারুখ গোয়ালন্দ পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের কুমরাকান্দি গ্রামের সমিরউদ্দিন মোল্লার ছেলে।
রাজবাড়ী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ দুপুরে রাজবাড়ী থেকে দৌলতদিয়াঘাটগামী নকশীকাঁথা মেইল ট্রেনে কাটা পরে ফারুখের মৃত্যু হয়। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।