মুন্সীগঞ্জের হাসপাতালে অজ্ঞাতনামা লাশ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে অজ্ঞাতনামা এক যুবকের (৩৫) লাশ। আজ সোমবার সকালে হাসপাতালের বারান্দায় লাশটি পড়ে থাকে। তাঁর পরনে চেকের লুঙ্গি ছিল। গায়ে কিছু ছিল না।
এলাকাবাসী জানায়, রোববার রাত সাড়ে ৮টায় উপজেলার ইছাপুরা ইউনিয়নের চালতাতলা নামক স্থানে মুন্সীগঞ্জ-শ্রীনগর সড়কের পাশে গোঙানির শব্দ শুনে এলাকাবাসী যায়। এমন সময় একটি অটোরিকশা এলে পথচারীরা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রিফাত আরা জানান, ‘পথচারীরা রাত ৯টায় হাসপাতালে যুবকটিকে নিয়ে আসেন। তখন রোগীর পালস ঠিক ছিল না। রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। কোনো পরিচয় না থাকায় হাসপাতালে আনার পর এবং মারা যাওয়ার পরও পুলিশকে জানিয়েছি।’
চিকিৎসক জানান, ময়নাতদন্ত ছাড়া সঠিক কিছু বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে, কোনো নেশা বা বিষাক্তজাতীয় কিছু খেয়েছে অথবা কেউ খাইয়ে দিয়েছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, খবর পেয়ে লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।