ভাঙনে পদ্মা সেতু প্রকল্পের কাজ বাধাগ্রস্ত হবে না : সেতুমন্ত্রী
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা নদীর ভাঙনে পদ্মা সেতু প্রকল্পের কাজ বাধাগ্রস্ত হবে না। নদী ভাঙন অব্যাহত থাকলে একদিকে তা প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হবে, অপরদিকে সেতুর নির্মাণকাজ এগিয়ে যাবে।
আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ এলাকায় পদ্মা সেতু প্রকল্পের পশ্চিম অংশের ভাঙন এলাকা পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
সেতুমন্ত্রী আরো বলেন, পদ্মার ভাঙন ঠেকাতে বালুভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। এ জন্য যদি পাঁচ কোটি জিও ব্যাগও ফেলতে হয় তা করা হবে। কোনোভাবেই পদ্মা সেতুর কাজ বাধাগ্রস্ত হতে দেওয়া হবে না।
এ সময় সেতুমন্ত্রীর সঙ্গে নদী বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত, পদ্মা সেতু প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো, কামরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) মো. দেওয়ান আব্দুল কাদেরসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে রোববার রাতে কুমারভোগ এলাকায় পদ্মা সেতু প্রকল্পের পশ্চিম অংশের কিছু এলাকা ভেঙে পদ্মায় বিলীন হয়ে যায়।