ছাত্রদলের সভাপতি রাজীব ফের রিমান্ডে
রাজধানীর পল্টন থানায় করা নাশকতার চার মামলায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসানকে ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পল্টন থানায় করা নাশকতার চার মামলায় তাঁকে হাজির করে প্রত্যেক মামলায় ১০ দিন করে ৪০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। অপরদিকে দিকে তাঁর পক্ষে ঢাকা বারের সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়া রিমান্ডের আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগর হাকিম মোহাম্মাদ শাহরিয়ার মাহমুদ আদনান তাঁর জামিনের আবেদন খারিজ করে প্রত্যেক মামলায় একদিন করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
চলতি বছরের প্রথম দিকে বিএনপির হরতাল-অবরোধ চলাকালে ছাত্রদল সভাপতি রাজীব আহসানের বিরুদ্ধে পল্টন থানা পুলিশ নাশকতার অভিযোগ এনে মামলা তিনটি দায়ের করে।
এর আগে গত ১৮ আগস্ট পল্টন থানার নাশকতার তিন মামলায় পাঁচ দিন, ১৬ আগস্ট শাহবাগ থানায় পুলিশের করা নাশকতার তিন মামলায় পাঁচ দিন ও ১২ আগস্ট পল্টন থানার নাশকতার আট মামলায় রাজীব আহসানকে মোট ২২ দিনের রিমান্ডে পাঠান আদালত।
গত ১৯ জুলাই রাতে পটুয়াখালীর দুমকী উপজেলার লেবুখালী ফেরিঘাট থেকে রাজীব ও তাঁর চার সঙ্গীকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছে ৪৫টি ইয়াবা ও একটি মাইক্রোবাস পাওয়া যায় বলে দাবি করে পুলিশ।
রাজীবের বিরুদ্ধে পল্টন থানায় ১৭টি, মতিঝিল থানায় পাঁচটি ও শাহবাগ থানায় ২৩টিসহ মোট ৪৫টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। পরে এসব মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
এর আগে গত ১২ আগস্ট পল্টন থানার আট মামলায় রাজীবকে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ শেখ প্রত্যেক মামলায় দুই দিন করে ১৬ দিনের রিমান্ডে পাঠান।