ব্যারিস্টার খোকনের সংবর্ধনায় পুলিশের লাঠিপেটা, গুলি

নোয়াখালীর সোনাইমুড়ির এক্সিম ব্যাংকের সামনে শুক্রবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ লাঠিপেটা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এসময় পুলিশ দুটি ফাঁকা গুলি ছুড়ে সভা পণ্ড করে দেয় এবং হামলার ঘটনায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়কসহ আহত হয়েছেন পাঁচজন। পুলিশের হামলার প্রতিবাদে তাৎক্ষণিক মিছিল করে নেতাকর্মীরা।
আহত নেতাকর্মীরা হলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসেম (৩৫), ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক বাবু (২৭), যুবদল কর্মী মামুন (৩২), বিএনপি কর্মী খলিলকে (৪২) উপজেলার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ষষ্ঠ বার সাধারণ সম্পাদক নিবার্চিত হওয়ায় সোনাইমুড়িতে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আসার পর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এক্সিম ব্যাংকের সামনে জড়ো হয়। এসময় ব্যারিস্টার খোকন গাড়িতে এক্সিম ব্যাংকের সামনে এলে অপেক্ষমাণ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে স্বাগতম জানিয়ে স্লোগান ও সংবর্ধনা দিয়ে ফুলের তোড়া দিতে থাকেন। এসময় সোনাইমুড়ি থানার উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিনের নেতৃত্বে ১০/১২ জন পুলিশ ব্যারিস্টার খোকনের সংবর্ধনায় এলোপাথাড়ি লাটিপেটা করে। এসময় পুলিশ দুটি রাবার বুলেট ছোড়ে। বিএনপির নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘আমাকে সংবর্ধনা দিতে গেলে পুলিশের এসআই আলাউদ্দিনের নেতৃত্বে বিনা উস্কানিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর এলোপাথাড়ি পিটিয়ে আহত করে এবং দুটি রাবার বুলেট ছুড়ে আহত করছে নেতাকর্মীদের।’
সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম উদ্দিন জানান, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে ফুল দিয়ে স্লোগান দিতে গেলে নেতাকর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করলে দুটি রাবার বুলেট ছুড়ে ও লাঠিপেটা করে ছত্রভঙ্গ করা হয়।