বিয়ের প্রলোভন দেখিয়ে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
জয়পুরহাটে দশম শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই অভিযোগে জয়পুরহাট সদর থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে।
সদর উপজেলার পশ্চিম পালী গ্রামে এ ঘটনা ঘটে। এ মামলায় ধর্ষণের অভিযোগ ওঠা জুলহাজ ইসলাম সবুজকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মমিনুল হক জানান, সদর উপজেলার পশ্চিম পালী গ্রামের ইদ্রিস জুলহাজ ইসলাম সবুজ ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। সবশেষ গতকাল রোববার ওই যুবক মেয়েটিকে পাশের গ্রামের শহীদুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে এলাকাবাসী মেয়েটিকে উদ্ধার করে এবং ছেলেটিকে আটক করে পুলিশে সোপর্দ করে।
পরে এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে আজ সোমবার দুপুরে জুলহাজ ইসলাম সবুজের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা করেন। ওই মামলায় সবুজকে গ্রেপ্তার দেখানো হয়েছে।