‘প্রেমিকের ফোনে বেরিয়ে গিয়ে’ লাশ মিলল তরুণীর
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় কোহিনুর বেগম নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার পশ্চিম চরকলাকোপা এলাকার একটি ফসলের ক্ষেত থেকে এই লাশ উদ্ধার করা হয়।
মেয়েটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়দের অভিযোগের পর তরুণীর ‘প্রেমিক’ দুলালকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও কোহিনূরের পরিবার জানায়, শনিবার সকালে কোহিনুরকে মোবাইল ফোনে খবর দিয়ে ঘুরতে যাওয়ার কথা বলেন ‘প্রেমিক’ দুলাল। এরপর কোহিনূরকে অজ্ঞাতস্থানে নিয়ে যান তিনি। তারপর থেকে আর খোঁজ পাওয়া যায়নি কোহিনূরের।
এদিকে আজ সকালে রামগতির পশ্চিম চরকলাকোপা গ্রামে ফসলের ক্ষেতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে নিহতের স্বজনরা গিয়ে লাশ শনাক্ত করে।
স্থানীয়দের ধারণা, দুলাল তাঁর সহযোগীদের নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করেছে। পরে পরিকল্পিতভাবে তাঁকে হত্যার পর লাশ ক্ষেতের মধ্যে ফেলে যায়।
এ ব্যাপারে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আরিছুল হক জানান, ওই নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত দুলালকে চরমনসা গ্রাম থেকে আটক করা হয়। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।
উদ্ধারের পর দুপুরে ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।