নরসিংদীতে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে নিহত ২
জমি সংক্রান্ত বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন।
আজ রোববার (২৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল বাঁশগাড়ি ইউনিয়নে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—আলমগীর হোসেন আলম (৩২) ও আলি আহমেদ (২৪)।
স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলাম ও বর্তমান চেয়ারম্যান জাকির হোসেনের বিরোধ চলছিল। এর জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। দেশীয় অস্ত্র নিয়ে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে। নিহত দুজনই আশরাফুল চেয়ারম্যানের সমর্থক। আহতদের উদ্ধার করে নরসিংদী নবীনগর বাঞ্ছারামপুরসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল মাহমুদ বলেন, ‘চর দখল নিয়ে আওয়ামী লীগের দুপক্ষ সংঘর্ষে জড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে পুলিশ।’