খুলনায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মুক্তিযোদ্ধা আহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/26/photo-1440607245.jpg)
খুলনা মহানগরের বয়রায় সন্ত্রাসীর ছুরিকাঘাতে ইলিয়াস হোসেন (৭৩) নামেল এক মুক্তিযোদ্ধা আহত হয়েছেন। আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে বয়রা কলেজ মোড় থেকে নিজ বাসায় যাওয়ার সময় এই ঘটনা ঘটে।
আহত ইলিয়াস হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস জানান, বয়রা কলেজ মোড় থেকে নিজ বাসায় আসার পথে হঠাৎ করে ওত পেতে থাকা এক সন্ত্রাসী ইলিয়াস হোসেনের পেটে ছুরি দিয়ে আঘাত করে। ঘটনাস্থলেই ইলিয়াস লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন দ্রুত তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এই প্রতিবেদন লেখার সময় আহত ইলিয়াস হোসেন হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে ছিলেন। আহত ইলিয়াস কারো নাম প্রকাশ করতে পারেননি।
খবর পেয়ে খালিশপুর ও সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।