রাজবাড়ীতে কারেন্ট জাল জব্দ, গ্রেপ্তার ১
রাজবাড়ীর গোয়েন্দা পুলিশ ও বালিয়াকান্দি থানার পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে আজ বুধবার সকালে পাঁচ হাজার মিটার কারেন্ট জাল ও ৩০০ ফুট বেড় জাল জব্দ করেছে। এ সময় লেবু মিয়া নামের এক জেলেকে গ্রেপ্তার করা হয়।
রাজবাড়ী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সদর উপজেলার বাণিবহ বিল থেকে পাঁচ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
অপরদিকে বালিয়াকান্দি উপজেলার মাশালিয়া বিলে অবৈধ বেড় জাল পেতে মাছ ধরার সময় লেবু মিয়া নামের এক জেলেকে গ্রেপ্তার ও ৩০০ ফুট বেড় জাল জব্দ করা হয়। জব্দ করা এসব জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।