যৌতুকের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/28/photo-1440758152.jpg)
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় মনজিলা আখতার ওরফে মিতু (২০) নামের এক গৃহবধূকে যৌতুকের দাবিতে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে তাঁর দগ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।
মিতু নবাবগঞ্জ উপজেলার সরাইপাড়া গ্রামের মনজুর আলমের স্ত্রী। মনজুর হাকিমপুর উপজেলার বিশাপাড়া মাদ্রাসার অফিস সহকারী। ঘটনার পর থেকে তিনি পলাতক।
মিতুর চাচা মনিরুল ইসলাম অভিযোগ করে বলেন, মিতুকে বিয়ে দেওয়ার সময় মনজুর বেকার ছিলেন। মিতুর বাবা নিজের টাকা খরচ করে মনজুরকে হাকিমপুর উপজেলার বিশাপাড়া মাদ্রাসায় অফিস সহকারী পদে চাকরি নিয়ে দেন। তাঁর খরচেই এমপিওভুক্তিও করান। কিছুদিন থেকে একটি মোটরসাইকেলের জন্য মিতুকে চাপ দিচ্ছিলেন মনজুর। এ ছাড়া মনজুর বিভিন্ন সময় মিতুকে নির্যাতন করতেন বলে তিনি অভিযোগ করেন।
মনিরুল অভিযোগ করেন, বৃহস্পতিবার রাতে মনজুর যৌতুকের টাকার জন্য মিতুকে নির্যাতনের একপর্যায়ে তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেন।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, ঘটনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা লাশের ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর তদন্তসাপেক্ষে বলা যাবে।