লৌহজংয়ে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করলেন সেতুমন্ত্রী
মুন্সীগঞ্জের লৌহজংয়ের হলদিয়া ও কুমারভোগ ইউনিয়নে বিভিন্ন গ্রামে পদ্মার ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে আকস্মিক সফরে পদ্মা নদীতীরবর্তী বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন সেতুমন্ত্রী। শত শত লোকজন হঠাৎ মন্ত্রীকে ঘটনাস্থল দেখে কান্নায় ভেঙে পড়েন।
এ সময় সেতুমন্ত্রী নদী ভাঙনকবলিত খরিয়া গ্রামের ক্ষতিগ্রস্তদের জন্য খাবার ও স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে থাকার ব্যবস্থা করার নির্দেশ দেন। এ ছাড়া পদ্মার ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নিতে তিনি পানিসম্পদমন্ত্রী ও নৌমন্ত্রীকে অনুরোধ জানান।
লৌহজং উপজেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনি তালুকদার জানান, সেতুমন্ত্রীর নির্দেশে লৌহজং উপজেলা আওয়ামী লীগের ব্যবস্থাপনায় ভাঙনে ক্ষতিগ্রস্ত দুই হাজার মানুষের জন্য খাবার ব্যবস্থা করা হয়েছে। এরই মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে থাকার ব্যবস্থার জন্য নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন।
লৌহজং থানার পরিদর্শক (তদন্ত) মো. মফিজুর রহমান জানান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আকস্মিক পদ্মা সেতু প্রকল্প এলাকা পরিদর্শনে আসেন। পদ্মার ভাঙনের কথা শুনে ভাঙনকবলিত এলাকায় ছুটে যান। তাৎক্ষণিক তিনি মুঠোফোনে বিষয়টি পানিসম্পদমন্ত্রী ও নৌমন্ত্রীকে জানান। সেই সঙ্গে পদ্মার ভাঙনকবলিত লোকজনকে স্থানীয় উপজেলা চেয়ারম্যান ও লৌহজং উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের খাবার ও থাকার ব্যবস্থা করতে বলেন।