সেপ্টেম্বরেই রাঙামাটি বিএনপির সব সম্মেলন

আগামী ৩০ সেপ্টেম্বরের রাঙামাটি জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। কেন্দ্র থেকে নির্দেশনা আসার পর এক জরুরি বৈঠকের মাধ্যমে এই তারিখ নির্ধারণ করা হয়। গতকাল শুক্রবার বিকেলে রাঙামাটির ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সভাটি অনুষ্ঠিত হয়।
রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো জানান, জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে ৩০ সেপ্টেম্বরের আগেই রাঙামাটির সব উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সম্মেলন শেষ করা হবে। রাঙামাটি সদর উপজেলায় ১৩ সেপ্টেম্বর, বিলাইছড়িতে ৭ সেপ্টেম্বর, বরকলে ৮ সেপ্টেম্বর, লংগদুতে ১০ সেপ্টেম্বর, কাউখালীতে ২০ সেপ্টেম্বর, কাপ্তাইয়ে ১৬ সেপ্টেম্বর, নানিয়ারচরে ৩ সেপ্টেম্বর, রাজস্থলীতে ৫ সেপ্টেম্বর, বাঘাইছড়িতে ১১ সেপ্টেম্বর, জুরাছড়িতে ১৮ সেপ্টেম্বর, রাঙামাটি পৌর কমিটির সম্মেলন ১৪ সেপ্টেম্বর ও বাঘাইছড়িতে ১১ সেপ্টেম্বর সম্মেলন করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপেন দেওয়ানের সভাপতিত্বে সভায় বিএনপি জেলা কমিটি, উপজেলা কমিটি, পৌরসভা ও ১০ উপজেলা কমিটি এবং সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতা বক্তব্য দেন। তাঁরা সম্মেলনের সম্ভাব্য তারিখ ও নিজ নিজ উপজেলা ও ইউনিটের বাস্তবতা তুলে ধরেন।
এর আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের পক্ষে যুগ্ম মহাসচিব মো. শাহজাহানের সই করা এক চিঠিতে জানানো হয়, কেন্দ্রীয় কার্যালয়ে রক্ষিত নথি অনুসারে রাঙামাটি জেলা বিএনপির কমিটি ২০১০ সালের ১৮ মে গঠিত হয়েছে এবং ২০১২ সালের ১৮ মে সেই কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তাই দ্রুত রাঙামাটি জেলা সম্মেলনের তারিখ ঘোষণা করতে হবে।
ওই চিঠিতে কমিটি গঠনের সম্ভাব্য পলিসি, নির্দেশনা ও কিছু করণীয় সম্পর্কেও বিশদভাবে জানিয়ে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জেলা কমিটি গঠন না করলে কেন্দ্র থেকে কমিটি ঘোষণা করা হবে বলেও জানিয়ে দেওয়া হয় সেই চিঠিতে।