মুন্সীগঞ্জে অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুনের অভিযোগ
মুন্সীগঞ্জে এক অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুনের অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। গতকাল শনিবার রাতে সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের বড়বর্তা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আসমা আক্তারের (২২) ভাই কামরুল হোসেন জানান, গতরাত ১২টার দিকে বড়বর্তা গ্রামের লোকজন তাঁকে ফোন করে খবর দেয়। এরপর তিনি ঘটনাটি পুলিশকে জানান। পরে একই উপজেলার বাসাইল ইউনিয়নের চর কুন্দলিয়া গ্রাম থেকে রওনা হয়ে আসমার বাড়িতে পৌঁছেন তাঁরা।
ঘটনাস্থলে গিয়ে দেখেন তাঁর বোনের মৃতদেহ খাটে পড়ে আছে। তাঁর ছোট বাচ্চাটি পাশে বসে কাঁদছে। সে সময় আসমার স্বামী মকবুল হোসেনসহ (৩০) বাড়ির লোকজন কেউ বাড়িতে ছিল না। পরে পুলিশ ভোর ৪টায় মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজ রোববার বেলা ১১টার দিকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান বলেন, ‘আমরা লাশ উদ্ধার করেছি, আসমা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিল, শরীরে আঘাতের চিহ্নও রয়েছে। এ ছাড়া আসমার গলায় শ্বাস রোধের চিহ্ন আছে।’
তবে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি বলেও জানান ওসি।