মাহাথিরের মতো এরশাদকে ক্ষমতায় নিয়ে আসুন : রুহুল আমিন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/05/11/photo-1526020996.jpg)
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ও সংসদ সদস্য (এমপি) এ বি এম রুহুল আমিন হাওলাদার দেশবাসীর উদ্দেশে বলেছেন, ‘মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদের মতো আবার পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে ক্ষমতায় নিয়ে আসুন। বাংলাদেশ মালয়েশিয়ার চেয়েও উন্নত-সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে।’
আজ শুক্রবার সকালে পটুয়াখালীর দুমকী উপজেলার আঙ্গারিয়া গ্রামের নিজ বাড়িতে ব্যক্তিগত সফরে এসে রুহুল আমিন হাওলাদার এসব কথা বলেন।
রুহুল আমিন বলেন, ‘মাহাথিরের ক্ষমতা ছাড়ার পর সে দেশের মানুষ, দুর্নীতি, স্বজনপ্রীতি, বিচারহীনতা আর বৈষম্য দেখে তাঁকে আবারও ক্ষমতায় নিয়ে এসেছে। তেমনিভাবে এরশাদের ক্ষমতা ছাড়ার পর দেশে খুন, গুম, অপশাসন আর নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। তাই দেশের মানুষকে এখনই পরিবর্তনের জন্য হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে ফিরে যেতে হবে। দেশের মানুষ আবারও এরশাদের স্বর্ণযুগে ফিরে যেতে চায়।’
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলকে মালয়েশিয়ার নবনিযুক্ত প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের শাসনামলের সঙ্গে তুলনা করেন জাতীয় পার্টির মহাসচিব। তিনি বলেন, মালয়েশিয়ার মানুষ যেমন দুর্নীতি, স্বজনপ্রীতি, ন্যায়বিচারহীনতা আর বৈষম্য দেখেছে; তেমনি মাহাথির মোহাম্মদের শাসনামলে উন্নয়ন, নিরাপত্তা, সুশাসন এবং সর্বক্ষেত্রে কল্যাণ ছিল বলেই জনগণ সময়ের অপেক্ষায় থেকে কয়েক যুগ পরও ৯২ বছর বয়সে আবারো তাঁকে সে দেশের দায়িত্ব দিয়েছে।
জাতীয় পার্টির নেতা বলেন, ‘ব্যর্থ সরকারের পক্ষে কেউ কখনো থাকে না বলেই এখানেও সে ধরনের একটি পরিস্থিতি আজ বিরাজ করছে। আমরা যদি মাহাথিরকে অনুসরণ করি, আর তাদের নির্বাচনী পদ্ধতি নিয়ে ভাবি, তাহলে জাতীয় পার্টি বাংলাদেশে নতুন করে ভাবতে পারে। দুটি দলই পর্যায়ক্রমে আমাদের ওপর আক্রমণ চালিয়েছে। দীর্ঘ জেল-জুলুম, অত্যাচার সহ্য করে আজও উপজেলা প্রবর্তন আর গ্রামগুলোকে আলোকিত করার পথপ্রদর্শক এরশাদ জনগণের পাশে আছেন বলেই প্রতিটি সভা-সমাবেশ লোকে লোকারণ্য হচ্ছে।’
রুহুল আমিন হাওলাদার আরো বলেন, জাতীয় পার্টি চায় সব দলের অংশগ্রহণে আগামী জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে গঠিত জাপার জোটের আরো ব্যাপকতা হতে পারে। রমজানের আগে বা পরে জাতীয় রাজনীতিতে এবং সংসদ নির্বাচনকে ঘিরে বিশাল ব্যক্তিত্ব ও জোট নিয়ে একটা চমক হতে পারে। এ জন্য অপেক্ষা করতে হবে।
জাতীয় পার্টির নেতা বলেন, ‘আমরা এমন একটি সরকার চাই, যেসব দলকে ধারণ করে চলতে পারে, সবার জন্য নিরাপদ হবে এবং সেটা জাতীয় পার্টির জন্য নিরাপদ। ’