উল্লাপাড়ায় উপবৃত্তির টাকা আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় স্কুলের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ রোববার সকালে উল্লাপাড়া উপজেলা প্রেসক্লাবের সামনে বন্যাকান্দি এনএম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ অভিভাবকরা এ মানববন্ধনে অংশ নেন।
এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলে, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক যোগসাজস করে অনেক আগে থেকেই তাদের উপবৃত্তির টাকা আত্মসাৎ করে নেন। গত বৃহস্পতিবার এ ঘটনার প্রতিবাদ করলে ছাত্র-শিক্ষক সংঘর্ষে তিনছাত্র আহত হয়। দুর্নীতিবাজ প্রধান শিক্ষককে অপসারণ না করলে তাদের এ আন্দোলন চলবে বলেও ঘোষণা দেয় তারা।
পরে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) একটি স্মারকলিপি দেয় শিক্ষার্থী ও অভিভাবকরা। ভারপ্রাপ্ত ইউএনও আকরাম আলী জানান, অভিযোগের ভিত্তিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।