চট্টগ্রামে বিদ্যুৎকেন্দ্রে আগুন
চট্টগ্রামের শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি ট্রান্সফরমার পুড়ে গেছে। আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের পর থেকে শিকলবাহা বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ বন্ধ রয়েছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, বজ্রপাতের কারণে ট্রান্সফারমারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এ সময় বিদ্যুৎকেন্দ্রের একটি ট্রান্সফরমার অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পুড়ে যায়। আরেকটি ট্রান্সফরমার আগুনে ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিকাণ্ডের সময় ৬০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রটি চালু অবস্থায় ছিল। ঘটনার সময় বিদ্যুৎ বিতরণ বন্ধ করে দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান এনটিভিকে জানিয়েছেন, অগ্নিকাণ্ডের কারণে দক্ষিণ চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ থাকলেও সহসা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।