চাঁদপুরে ৬ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/31/photo-1440992508.jpg)
চাঁদপুরে ছয় হাজার ইয়াবা উদ্ধার করেছেন পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরা। এ সময় ইমরান হোসাইন (২৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁকে মাদক চোরাচালান মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে চাঁদপুর সদরের ঘোষেরহাট এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, ইমরান হোসাইন মাদক কেনাবেচার সঙ্গে জড়িত।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ছয় হাজার ইয়াবাসহ ইমরান হোসাইন নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেন পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা। ইয়াবাগুলো কক্সবাজার থেকে শরিফুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে আনা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন। ইয়াবাগুলো ঢাকার চকবাজারের মো. বিল্লাল রাকসান গার্মেন্টে যাওয়ার কথা ছিল।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানায় মাদক চোরাচালান আইনে মামলা করা হয়েছে। পরে ওই মামলায় ইমরান হোসাইনকে গ্রেপ্তার দেখানো হয় বলে জানান এএসপি।
ইমরান হোসাইন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মধ্যম রামপুর এলাকার গোলাম ফকিরপাড়ার বাসিন্দা।