পা ধুইয়ে দিল সন্তানেরা, মায়েদের কান্না
মায়ের প্রতি ভালোবাসা জানাতে মায়ের পা নিজ হাতে ধুয়ে দিল সন্তানেরা। আর সন্তানদের এই ভালোবাসায় কেঁদে ফেলেন মায়েরা। সন্তানের মাথায় হাত বুলিয়ে অনেকে করেন দোয়া।
মা দিবস উপলক্ষে আজ রোববার সকালে লক্ষ্মীপুরের ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে ‘মা তোমায় ভালোবাসি’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানেই ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মায়ের প্রতি শ্রদ্ধা জানায়।
অনুষ্ঠানে এক হাজার ১০০ শিক্ষার্থী ও পাঁচশর বেশি মা অংশ নেয়। প্রথমেই নিজ নিজ মাকে ফুল দিয়ে বরণ করে নেয় শিক্ষার্থীরা। এছাড়া পুরো বিদ্যালয়ের দেয়াল ঢাকা ছিল শিক্ষার্থীদের তৈরি দেয়ালিকায়। আর দেয়ালিকাগুলোতে ছিল মায়ের প্রতি সন্তানের আবেগ অনুভূতি ও ভালোবাসার কথা।
এরপর মায়েদের পা ধোয়ানোর পর্ব শুরু হয়। যেখানে আবেগে আপ্লুত হয়ে পড়েন মায়েরা। এভাবে ভালোবাসা জানানোর সুযোগ পেয়ে খুশি হয় শিক্ষার্থীরাও।
এক শিক্ষার্থী বলে, ‘আজ মা দিবস। বছরের এ দিনটি মায়ের জন্য। অন্যদিন হয়তো বলা হয় না, মা তোমায় ভালোবাসি। তাই মাকে আজ জড়িয়ে ধরে বলেছি, মা তোমাকে অনেক বেশি ভালোবাসি।’
অনুষ্ঠান শেষে তিনজন মাকে সেরা মা হিসেবে পুরস্কৃত করেন অনুষ্ঠানের আয়োজকরা।
অনুষ্ঠানে উপস্থিত এক মা বলেন, ‘একটি শিশু যখন কথা বলতে শেখে, প্রথম সে মা বলে ডাকে। সন্তানের জন্য মায়ের ভূমিকা সবচেয়ে বেশি। মায়েরা সব সময় চায় তাদের ছেলে-মেয়ে সবসময় ভালো থাকুক। তাই মায়েরা সকল বিপদ-আপদ থেকে সন্তানদের আগলে রাখে।’
ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ বলেন, ‘মায়ের প্রতি ভালোবাসা একদিনের জন্য নয়, সারা বছর হওয়া উচিত। তাই দিবসটি উপলক্ষে মায়ের প্রতি সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশের জন্য শিক্ষার্থীদের উৎসাহ করতে এ আয়োজন করা হয়েছে যেন শিক্ষার্থীরা তাদের মায়েদের সেবা করতে উৎসাহী হয়। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।’