চট্টগ্রামে পুলিশের বাধায় পণ্ড বিএনপির সমাবেশ
চট্টগ্রামে পুলিশের বাধায় পণ্ড হয়ে গেল বিএনপির সমাবেশ। আজ মঙ্গলবার সকালে বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর ষোলশহর বিপ্লব উদ্যানে নেতাকর্মীরা জমায়েত হয়ে মিছিল-সমাবেশ করতে গেলে পুলিশ তাদের ধাওয়া দেয় এবং ব্যানার কেড়ে নেয়।
বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিপ্লব উদ্যানে পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। কিন্তু সকাল থেকেই এলাকাটি ঘিরে রাখে পুলিশ। তাঁরা জানান, সকাল ১০টার দিকে বিএনপি নেতা এস এম ফজলুল হক, কাজী হাসান, প্রকৌশলী বেলায়েত হোসেন ও মহিলা বিএনপির মনোয়ারা বেগম মনি, জেলী চৌধুরীর নেতৃত্বে নেতাকর্মীরা বিপ্লব উদ্যানে জড়ো হয়ে মিছিল করার চেষ্টা করলে পুলিশ তাঁদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় তাঁদের হাত থেকে ফুলের তোড়া ও ব্যানারও কেড়ে নেয় পুলিশ।
তবে পুলিশের দাবি, আগে থেকেই সমাবেশ করার অনুমতি না থাকায় তাদের বাধা দেওয়া হয়েছে।
এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় বিএনপির উপ-অর্থ সম্পাদক এস এম ফজলুল হক বলেন, ‘আজ সকালে আমাদের সব কর্মী মিলিত হয়েছিল। আমরা যখন বিপ্লব উদ্যানে ফুল দিতে যাচ্ছিলাম, তখন পুলিশের বাধার মুখে আমাদের সেই মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। আমরা গণতন্ত্রের ওপর বিশ্বাসী, আমরা স্বাধীনতার প্রতি বিশ্বাসী।’ তিনি বলেন, ‘আমরা চাই, দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হোক, গণতান্ত্রিক উপায়ে যাতে আমরা সব কর্মকাণ্ড করতে পারি।’
বর্তমানে দেশে গণতন্ত্র ও জনগণের স্বাধিকার অনুপস্থিত বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা।