অ্যাটকোর সভাপতির মুক্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন
এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর মুক্তির দাবি জানিয়েছেন ঝালকাঠির সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আজ শুক্রবার সকাল ১০টায় ঝালকাঠি প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন ও প্রতিবাদ সভায় এ দাবি জানানো হয়।
এনটিভি দর্শক ফোরামের উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধনে ঝালকাঠির সাংবাদিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা অংশ নেন। মানববন্ধন শেষে একই স্থানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা। এতে বক্তব্য দেন ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্কাস সিকদার, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এস এম রেজাউল করিম, ডেইলি স্টার প্রতিনিধি জহিরুল ইসলাম জুয়েল ও এনটিভি প্রতিনিধি কে এম সবুজ।
এ সময় বক্তারা এনটিভির চেয়ারম্যানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং তাঁকে মুক্তির দাবি জানান। এ ছাড়া দেশের বন্ধ গণমাধ্যম খুলে দিয়ে সাংবাদিকদের স্বাধীনভাবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার দাবি জানান বক্তারা।