আইনের শাসন দেখাতে চায় নির্বাচন কমিশন : সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আইনের শাসন কাকে বলে তা এবার দেখিয়ে দিতে চায় নির্বাচন কমিশন (ইসি)। আমরা খারাপ নির্বাচনের অপবাদ ঘুচিয়ে দিতে চাই একটি ভালো নির্বাচনের মাধ্যমে।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ডিসি-এসপিসহ মাঠ প্রসাশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন সিইসি।
ইসির সিনিয়র সচিব আখতার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান নির্বাচন কমিশনার প্রধান অতিথি এবং অন্য চার নির্বাচন কমিশনারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং মহাপুলিশ পরিদর্শক এতে উপস্থিত রয়েছেন।
আইনের শাসন নিশ্চিত করতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়ে সিইসি বলেন, আইন সবার জন্য সমান। অপরাধী কাউকে ছাড় দেবেন না। যেকোনো ধরনের অপরাধীকে মোকাবিলা করা আপনাদের কাজ।
ইসির তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। আর ভোটগ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি।

নিজস্ব প্রতিবেদক