গণভোটের আয়োজন করতে ইসিকে সরকারের চিঠি : সিইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে একইসঙ্গে গণভোটের প্রস্তুতি নিতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার।
আজ শনিবার (২২ নভেম্বর) রাজধানীর গুলশানে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের আয়োজনে নির্বাচন বিষয়ক এক কর্মশালায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এ তথ্য জানান।
সিইসি বলেন, একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিতে অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে। সামনের সপ্তাহে গণভোটের আইন করা হবে। আইনটা হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন।
একই অনুষ্ঠানে ইসি সচিব আখতার আহমেদ বলেন, সরকার চিঠি দিয়ে জানিয়েছে, গণভোট করা ইসির দায়িত্ব। এ ক্ষেত্রে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন করার জন্য বলা হয়েছে।
আখতার আহমেদ বলেন, গত বৃহস্পতিবার আমরা চিঠিটা পেয়েছি। এতে বলা হয়েছে যে, গণভোটের আয়োজন করবে নির্বাচন কমিশন। গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন একই দিনে করতে হবে। এখনো আইনটি হয়নি। আইনটি হওয়ার পর আমরা বাকি কাজগুলো করতে পারব।
এটি আয়োজন করা চ্যালেঞ্জ হবে জানিয়ে সিইসি বলেন, একই দিনে নির্বাচন ও গণভোট করার মতো এমন মুখোমুখি পরিস্থিতিতে পড়তে হয়নি পূর্ববর্তী কোনো নির্বাচন কমিশনকে। আগের কমিশনকে এতটা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়নি, যা বর্তমান নির্বাচন কমিশনকে করতে হচ্ছে। কারণ আইন মেনেই সব প্রক্রিয়া হচ্ছে। আমাদের দ্বিতীয় কোনো অপশন নেই।

নিজস্ব প্রতিবেদক