একই দিনে গণভোট হলে নির্বাচনের জেনোসাইডের সম্ভাবনা আছে : জামায়াত আমীর
জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
আজ শনিবার (২২ নভেম্বর) চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এদিন বিকেলে একটি বেসরকারি হেলিকপটারযোগে নগরীর চকবাজারের চট্টগ্রাম কলেজ মাঠ প্যারেড ময়দানে পৌঁছান ডা. শফিকুর রহমান। এ সময় দলের নেতারা ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানান।
শফিকুর রহমান বলেন, নির্বাচনের জন্য এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। সবাইকে নিয়ে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।
শফিকুর রহমান আরও বলেন, আমাদের দলের সংগ্রাম দুর্নীতির বিরুদ্ধে। আগামী জাতীয় নির্বাচন ঘোষিত সময়েই হতে হবে। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত না হলে জাতীয় সংকট দেখা দিতে পারে। তাই জনগণকে নিয়ে নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে।
ক্ষমতায় গেলে জামায়াত পিআর পদ্ধতি বাস্তবায়ন করবে উল্লেখ করে জামায়াত আমীর বলেন, আপনারা তৈরি থাকুন, নির্বাচন যথাসময়ে হতেই হবে। নির্বাচন না হলে দেশের সংকট তৈরি হবে। আমরা দেশে কোনো সংকট তৈরি হতে দেব না। আমাদের অবস্থান পরিষ্কার। আমাদের দাবি অব্যাহত আছে। এই দাবি বাস্তবায়ন হবে জনগণের স্বার্থে, এমনকি আমরা ক্ষমতায় গেলেও পিআর পদ্ধতি বাস্তবায়ন করব।
নির্বাচনের দিন গণভোট প্রসঙ্গে জামায়াতের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, এটা আমরা ভালোভাবে দেখছি না। আমরা আগেই বলেছি, নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে।
এ সময় চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণ জামায়াতের নেতারা তার সঙ্গে ছিলেন। পরে নগরীর আকবর শাহ থানার ফিরোজ শাহ এলাকায় জামিয়াতুল ইসলামিয়ার মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা. শফিকুর রহমান। রাতে তার জামায়াতে ইসলামীর উদ্যোগের নির্বাচনি দায়িত্বশীল সম্মেলনে উপস্থিত থাকারও কথা রয়েছে।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)