বিএনপি-জামায়াতের ৫৭ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র

বরিশালে ট্রাকে পেট্রলবোমা মেরে চালকের সহকারীকে পোড়ানোর মামলায় ৫৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। দীর্ঘ সাড়ে সাত মাস পর আজ মঙ্গলবার আদালতের জিআরও শাখায় উজিরপুর মডেল থানার তদন্ত কর্মকর্তা ফারুক হোসেন এ অভিযোগপত্র দাখিল করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুরের জিআরও সহকারী উপপরিদর্শক (এএসআই) আলী হোসেন।
অভিযোগপত্রভুক্ত ৫৭ আসামির মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মান্নান মাস্টার, যুবদল নেতা সফিকুল ইসলাম শাহীন, যুবদল নেতা আহমেদুল কবির বিপ্লব মোল্লা, সাধারণ সম্পাদক সৈয়দ ইউসুফ, ছাত্রদল সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম।
এদিকে অভিযোগপত্র থেকে ১৬ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, গত ১৮ জানুয়ারি সকাল ৬টায় উজিরপুরের ঢাকা-বরিশাল মহাসড়কের সানুহার বাসস্ট্যান্ডসংলগ্ন বরিশাল থেকে ছেড়ে আসা একটি ট্রাক (ফরিদপুর মেট্রো-ট-১১-০১৮৯) পিকেটারদের কবলে পড়ে। এ সময় পিকেটারদের ছোড়া পেট্রলবোমায় ট্রাকচালকের সহকারী ফরিদপুরের নগরকান্দা উপজেলার সোহাগ (১৮) অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। ওই দিন সন্ধ্যা ৭টায় উজিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শহিদুর রহমান বাদী হয়ে ৫৭ জনকে মূল ও ৩০-৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করে। তাৎক্ষণিকভাবে ঘটনার পরে কয়েকজনকে গ্রেপ্তার করলেও বাকিরা পলাতক রয়েছে।