শিশুর জীবন বাঁচানো সেই কনস্টেবলকে পুরস্কার
চট্টগ্রামের মহেষখালে ডুবে যাওয়ার সময় এক শিশুকে মৃত্যুর হাত থেকে রক্ষা করায় পুলিশের সেই কনস্টেবলকে পুরস্কৃত করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।
আজ মঙ্গলবার দুপুরে সিএমপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ট্রাফিক বিভাগের কনস্টেবল মনির আহম্মদের কাছে পুরস্কার তুলে দেন সিএমপি পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল। এ সময় সিএমপির অতিরিক্ত কমিশনার এ কে শহিদুর রহমান, অতিরিক্ত কমিশনার (ক্রাইম ও অপারেশন) দেবদাস ভট্টাচার্য, মাসুদ আহমেদ, ফারুক আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ৩০ আগস্ট চট্টগ্রাম বন্দর এলাকায় দায়িত্ব পালনের সময় ট্রাক টার্মিনাল সংলগ্ন মহেষখালে এক শিশু পড়ে য়ায়। ময়লা-আবর্জনার মধ্যে সে আটকা পড়ে। ওই স্থানে অনেক মানুষের জটলার মধ্যে কনস্টেবল মনির গিয়ে দেখেন এক শিশু পানিতে ডুবে যাচ্ছে। শিশুটি হাত দেখা যাচ্ছিল। এ ঘটনার অনেক প্রত্যক্ষদর্শী থাকলেও তখন কেউ এগিয়ে আসেনি। মনির ইউনিফর্ম পরা অবস্থায় খালে নেমে সাজ্জাদ হোসেন (৮) নামের ওই শিশুটিকে উদ্ধার করে তাঁর মা-বাবার কাছে ফিরিয়ে দেন।
পুলিশ কমিশনার আবদুল জলিল মণ্ডল বলেন, এ ঘটনা পুলিশ প্রশাসনের জন্য ইতিবাচক ও পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। মনিরের সাহসিকতাকে সিএমপি শ্রদ্ধা জানিয়েছে।
কনস্টেবল মনির আহম্মদ বলেন, ‘নিজের ছেলের কথা চিন্তা করে বিবেকের তাড়নায় মৃত্যুর ঝুঁকি নিয়েছি। তবে কোনো পুরস্কার আশা করিনি।’