ভালো সংস্কার হয়েছে তৈরি পোশাক শিল্পে : বার্নিকাট
ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, ‘রানা প্লাজা দুর্ঘটনার পর বেশ ভালো সংস্কার হয়েছে তৈরি পোশাক শিল্পে। যা আরো এগিয়ে নিতে হবে।’
আজ সোমবার বিজিএমইএ-বিইউএফটি জার্নালিজম ফেলোশিপ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। পোশাক শিল্প প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ভবনে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মার্শা বার্নিকাট বলেন, ‘অ্যাকর্ড ও অ্যালায়েন্সের কাজ ক্রেতাদের আস্থা বাড়িয়েছে। শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে তাই আন্তর্জাতিক মানে যেতে হবে বাংলাদেশকে।’
বাংলাদেশের শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং যথাযথ অধিকার নিশ্চিতের তাগিদ দেন মার্কিন রাষ্ট্রদূত।
মার্শা বার্নিকাট বলেন, ‘মুক্তবাণিজ্য অবশ্যই নৈতিকতার ভিত্তিতে হতে হবে।’ এ ক্ষেত্রে কেউ শ্রমিকদের অধিকার হরণ করে ব্যবসা করলে, সেটা যুক্তরাষ্ট্র পছন্দ করে না বলেও জানান তিনি।
বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান জানান, ‘এ দেশের তৈরি পোশাক খাতে শৃঙ্খলা এসেছে।’ এ অবস্থায় পোশাক খাতের ইতিবাচক ভাবমূর্তির জন্য, গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।