ময়মনসিংহে শিশু ধর্ষণের অভিযোগে স্কুলছাত্র গ্রেপ্তার
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় শিশু (৪) ধর্ষণের অভিযোগে এক স্কুলছাত্রকে (১৫) গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে শিশুটির মা বাদী হয়ে একটি মামলা করেছেন।
আজ শনিবার সকালে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলম বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।
বাদীর বরাত দিয়ে ওসি জানান, গতকাল শুক্রবার ইফতারের কিছু আগে ধোবাউড়ার এক গ্রামে ওই শিশুকে প্রতিবেশী ওই স্কুলছাত্র ধর্ষণ করে। বিষয়টি শিশুর মা তার পরিবারে কাছে নালিশ দিতে গেলে উল্টো দুর্ব্যবহার করা হয় তাঁর সঙ্গে। পরে বিষয়টি থানায় জানান শিশুর মা। রাত ২টার দিকে স্কুলছাত্রকে গ্রেপ্তার করে পুলিশ। সে স্থানীয় এক স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ে।