গাছের সঙ্গে অটোর ধাক্কা, বিস্ফোরণে ২ যাত্রী নিহত

নোয়াখালীর সোনাপুরে সিএনজিচালিত অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন।
আজ রোববার ভোরে সোনাপুর-লক্ষ্মীপুর সড়কের কোম্পানি সদর দরজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
হতাহতদের পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
ওসি আনোয়ার হোসেন জানান, ভোরে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে গিয়ে ধাক্কা খায়। এতে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই একজন মারা যান।
নোয়াখালী সদর হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান।