বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসুন : ত্রাণমন্ত্রী
বন্যার্তদের সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘অতিবৃষ্টির কারণে ২৪টি জেলা বন্যায় প্লাবিত হয়েছে। এ বন্যা আরো পাঁচ থেকে সাতদিন থাকতে পারে। এ সময়টা আমাদের হয়তো কষ্ট হবে।’ তবে বন্যায় কোনো মানুষ খাদ্যকষ্টে পড়বে না; খাদ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে, বলে জানান ত্রাণমন্ত্রী।
ঢাকায় সচিবালয়ের ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আন্তমন্ত্রণালয়ের বৈঠক শেষে ত্রাণমন্ত্রী এসব বলেন। অতি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতাসহ অন্যান্য দুর্যোগ মোকাবিলায় গৃহীত প্রস্তুতি ও পুনর্বাসন কার্যক্রম বিষয়ে অনুষ্ঠিত হয়েছিল বৈঠকটি।
মন্ত্রী বলেন, এরই মধ্যে বন্যার্তদের মধ্যে বিতরণের জন্য সাত হাজার ২২৫ টন চাল দেওয়া হয়েছে। এ সময় তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি বন্যার্তদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বানও জানান।