সর্বোচ্চ আদালত নিয়ে বিশৃঙ্খলা হয়েছিল : প্রধান বিচারপতি
বিচার বিভাগকে বিকেন্দ্রীকরণের নামে সর্বোচ্চ আদালত নিয়ে বিশৃঙ্খলা হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি বলেন, ঢাকার বাইরে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপনের বিষয়টি নানা সীমাবদ্ধতার কারণে এ মুহূর্তে বেশি আশ্বস্ত করা যাচ্ছে না। তবে সেটা চিন্তাভাবনায় আছে। আজ শুক্রবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে আইনজীবীদের সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সভায় প্রধান বিচারপতি বলেন, দেশের বিভিন্ন আদালতে আইনজীবী ও কর্মকর্তার অসামঞ্জস্যতা আছে। এ ছাড়া নানা সংকট ও সীমাবদ্ধতা রয়েছে। এসব বিষয়ে পরিস্থিতির মূল্যায়ন করা হচ্ছে। আইনজীবীদের দাবি সার্কিট বেঞ্চ স্থাপনের ব্যাপারে এ মুহূর্তে বেশি আশ্বস্ত করা যাচ্ছে না। এর আগে উচ্চ আদালত নিয়ে বিশৃঙ্খলা হয়েছিল মন্তব্য করে বিকেন্দ্রীকরণের বিষয়টি নিয়ে চিন্তাভাবনার আশ্বাস দেন প্রধান বিচারপতি।
সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ‘উচ্চ আদালতকে নিয়ে এ রকম জুয়াখেলার মতো একটা জিনিস, এটা করা ঠিক না। এর মধ্য দিয়ে সুবিচার বিঘ্ন হতে পারে। আমরা এমনভাবে করব, যাতে সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণে থাকে, মানুষ ন্যায়বিচার পায়; এটা বিবেচনা করে করতে হবে। এটা করতে হলে আমাদের ফ্যাসিলিটিজ দরকার। আমাদের বাজেটের প্রশ্ন আছে। কিছু বিচারক নিয়োগ দিতে হবে।’
প্রধান বিচারপতি তাঁর বক্তব্যে বলেন, সুপ্রিম কোর্টে এ মুহূর্তে তিন লাখ মামলা বিচারাধীন। এ ব্যাপারে বিভিন্ন অনুষ্ঠানে সরকার ও বিরোধী দলের নেতাদের নানা অভিপ্রায় জেনেছেন উল্লেখ করে সংশ্লিষ্ট বিষয়ে ব্যবস্থা নিচ্ছেন বলে জানান তিনি।